অদ্য ১৫/০১/২০২১ খ্রি. তারিখ রোজ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় “আশুগঞ্জ-পলাশ এগ্রো-ইরিগেশন প্রকল্প” এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেচের পানি অবমুক্তকরণ তথা ইনটেক পয়েন্টের স্লুইচ গেইট আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। উক্ত সেচের পানি অবমুক্তকরণ অনুষ্ঠানে বিএডিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) মহোদয়, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, আশুগঞ্জ ও সরাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএডিসি’র সেচ বিভাগের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, প্রকল্পভুক্ত উপকারভোগী কৃষকগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অত্র প্রকল্পের আওতায় চলতি সেচ মৌসুমে (২০২০-২০২১) ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৬,০০০ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস