বর্তমানে চলমান কার্য্যক্রম এর ধারা অব্যাহত রেখে “ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও কুমিল্লা জেলা উন্নয়ন প্রকল্প” নামে নতুন একটি প্রকল্পসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেচ সম্প্রসারণ এবং কৃষির উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় সরকারের বিভিন্ন কার্য্যক্রম সম্পাদন করা।
আশুগঞ্জ-পলাশ এগ্রো-ইরিগেশন প্রকল্প’র ভবিষ্যৎ পরিকল্পনা:
ক. |
প্রকল্পের আওতায় সেচ অবকাঠামো নির্মাণ এবং যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত 2860 হেক্টর (7064 একর) জমিতে সেচ সুবিধা প্রদান; |
খ. |
লাগসই প্রযুক্তি প্রয়োগ করে আশুগঞ্জ এবং ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে যথাক্রমে 1100 কিউসেক ও 800 কিউসেক নির্গত কুলিং ওয়াটার (ভূ-পরিস্থ) দ্বারা অশুগঞ্জ-পলাশ এগ্রো-ইরিগেশন প্রকল্পের 4র্থ পর্যায় আবাদকৃত 22000 হেক্টর (55000 একর) জমিতে সেচ কার্যক্রম অব্যাহত রাখা; |
গ. |
22000 হেক্টর (55000 একর) জমি সেচের মাধ্যমে 96250 মে. টন খাদ্যশস্য উৎপাদন নিশ্চিত করা এবং 2860 হেক্টর (7064 একর) জমিতে সেচের মাধ্যমে 12512 মে. টন খাদ্যশস্য উৎপাদন করা উপরোক্ত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে প্রতি বছর প্রায় 108762 মে. টন খাদ্যশস্য উৎপাদন করা; |
ঘ. |
প্রকল্প এলাকার কৃষকদেরকে সেচ, খাদ্যশস্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কর্মকান্ডে অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র বিমোচন করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস